ঢাকা, মঙ্গলবার, ১৪ মে, ২০২৪

ক্ষমা চেয়েও শাস্তি পেলেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ফরচুন বরিশালের বিপক্ষে এলিমিনেটর ম্যাচে নিজ দলের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে দু’বার মারতে উদ্যত হওয়ার ঘটনায় ক্ষমা চেয়েও শাস্তি পেলেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রিপোর্ট দিয়েছেন দুই আম্পায়ার। তাদের রিপোর্টের ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান। বিকেলে মাঠে নামতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে, মুশফিকুর রহীমের অর্থদণ্ড হয়েছে।জানা গেছে, এলিমিনেটর ম্যাচে নিজ দলের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে দ ‘বার মারতে উদ্যত হওয়ার অভিযোগে ম্যাচ ফি’র ২৫ ভাগ কাটা গেছে মুশফিকের। বিসিবির আচরণবিধির লেভেল ওয়ানে ২.৬ ধারায় অভিযুক্ত হয়েছেন তিনি। মুশফিক দোষ স্বীকার করে নেয়ায় নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি। শুধু জরিমানাই নয়। মুশফিকের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে। আচরণবিধির অনুচ্ছেদ ৭.৫ অনুযায়ী, যদি তিনি এই টুর্নামেন্টে চার বা তার বেশি ডিমেরিট পয়েন্ট পান, তবে এক ম্যাচের নিষেধাজ্ঞায় পরিণত হবে সেটি।


এর আগে সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ রকম ঘটনায় ভক্ত-দর্শকদের কাছে ক্ষমা চান মুশফিকুর রহিম। ম্যাচ শেষেই তিনি নাসুমের কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানালেন বেক্সিমকো ঢাকার অধিনায়ক ও দেশের সিনিয়র এই ক্রিকেটার।


নিজের অফিসিয়াল ফেইসবুক পাতায় নাসুমের সঙ্গে হাস্যোজ্জ্বল একটি ছবি দিয়ে মুশফিক লিখেন, এমন কিছু আর ভবিষ্যতে করবেন না।

ads

Our Facebook Page